বাবা দিন মজুর, ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন স্কুল টপার অসিতের
সৌমেন দাস; লাভপুর, মাটির খবর : বাবা দিন মজুর, ছেলে এবছর মাধ্যমিকে স্কুলে প্রথম, ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে। কিন্তু অভাব যেন চিন্তার ভাঁজ ফেলেছে পরিবারে। সম্প্রতি রাজ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। সেই পরীক্ষাতেই ৬৫৮ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে কুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী তথা ঠিবা ডাঙ্গাপাড়ার বাসিন্দা অসিত মণ্ডল। ভবিষ্যতে তার ইচ্ছে নিজেকে ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করার। কিন্তু পরিবারের আর্থিক অবস্থায় যেন তার সেই ইচ্ছের সামনে প্রশ্ন চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে! অসিতের এই তাক লাগানো সাফল্যের পরে সে জানায় বাড়িতে তাঁর বাবা, মা, ও দাদাকে নিয়ে চারজন সদস্য। বাবা সুজিত মণ্ডল দিন মজুরের কাজ করেন, মা সঞ্চিতা মণ্ডল গৃহবধূ ও দাদা কলেজ পড়ুয়া। তাদের সংসারের মূল উপার্জন তাঁর বাবার দিন মজুরির অর্থ। ফলে ছোটো থেকেই অভাব ও দারিদ্রতার মধ্যে দিয়েই বড়ো হয়ে ওঠা। ফলে স্কুলের পড়াশুনার পাশাপাশি দুটো টিউশনই ছিল তার মূল সম্বল। তার সঙ্গে সারাদিনে বড়জোর সাত থেকে আট ঘণ্টা বাড়িতে পড়াশুনা। বাকি সময় খেলা ধুলা সহ বাড়ির অন্যান্য কাজও করতে হয়। যদিও তার পড়াশুনার ক্ষেত্রে স্কুলের শিক্ষকদের বিশ...