সোশ্যাল মিডিয়ায় অসাবধানতা ডেকে আনতে পারে বিড়ম্বনা

সম্পাদকীয় প্রতিবেদন 

দেবাশিস পাল, মাটির খবর:ফেসবুকে বন্ধুত্বের আহ্বান দেখেই বন্ধুত্ব গ্রহণ করার আগে হয়ে যান সাবধান। অচেনা অজানা কারোর বন্ধুত্বের অনুরোধ গ্রহণ শুধুমাত্র ছবি দেখে না করে,  যাচাই করার চেষ্টা করুন।ত্যাগ করুন  হুটহাট করে 'ফ্রেন্ড রিকোয়েস্ট' 'এ্যাকসেপ্ট' করার নেশা।অন্যথায় বিপদে পড়তে পারেন আপনিও,নিলামে উঠতে পারে তিল তিল করে গড়ে তোলা আপনার সম্মানজনক 'ইমেজ'।হ্যাঁ সাইবার অপরাধীরা ওৎ পেতে বসে আছে, তাই সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে বিনোদনে মেতে ওঠার আগে সচেতন না হলে বিপদে পড়তে পারেন যে কেউ। বন্ধু বাড়ানোর নেশায় ইতিমধ্যেই অনেকেই অসংখ্য অজানা, অচেনা ব্যক্তিদের বন্ধুর তালিকায় এনেছেন, কিন্তু ভুলেও পা বাড়া বাড়াবেন না কোন প্রলোভনে।হয়তো আপনার মেসেঞ্জারে কোন মহিলা বন্ধু মেসেজ করতে শুরু করেছে,অথচ আপনি চেনেন না তাকে,তাহলে শুধুমাত্র  লিখিত মেসেজের মধ্যেই সীমাবদ্ধ থাকাটাই ভালো, তবে এক্ষেত্রেও আসতে পারে উস্কানিমূলক মেসেজ। একান্তই উত্তর দেবার প্রয়োজন পড়লে নিজেকে নিয়ন্ত্রণ রেখে উত্তর দিন মার্জিত ভাষায়।আর ভুলেও যেকাজটি করবেননা সেটি হলো কোন অচেনা অজানা এ্যাকাউন্ট থেকে আসা ভিডিও কল রিসিভ। রিসিভ করামাত্র মুহুর্তে স্ক্রীণরেকর্ডের মাধ্যমে আপনার ছবি রেকর্ড হয়ে যাবে।আর তারপরেই আপনি হতে পারেন ব্লাকমেইলিংয়ের স্বীকার। প্রতিদিন হাজারে হাজারে ঘটছে এরকম ঘটনা, প্রতারিত হচ্ছেন অনেকেই।তাই নিজে সাবধান হয়ে সাবধান করুন পরিচিত জনদের। তবে জেনে রাখুন এটা প্রতারণার শুধুমাত্র একটা কৌশল,এরকম অসংখ্য কৌশলের মাধ্যমে প্রতারণার জাল বিছিয়ে বসে আছে সাইবার অপরাধীরা।তবে কোনো রকমের প্রলোভনের ফাঁদে পা না বাড়িয়ে একটু সচেতন হলেই এই ধরনের বিড়ম্বনা থেকে দূরে থাকা সম্ভব হবে।

মন্তব্যসমূহ