সাম্প্রদায়িক মেল বন্ধনের অনন্য ছবি, হিন্দু ব্যক্তির মৃতদেহ সৎকারের এগিয়ে এলেন মুসলিমরা

সৌমেন দাস; মাটির খবর: 'মোরা এক বৃন্তে দু'টি কুসুম হিন্দু মুসলমান,
মুসলিম তাহার নয়নমনি, হিন্দু তাহার প্রাণ'―
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতার এই ছোট্ট অংশের তাৎপর্য যেন আবারও বাস্তবায়িত হলো লাভপুরে, জাতিগত ভেদাভেদ ভুলে তৈরি হলো সম্প্রীতির এক অনন্য নজির। মুসলিম ধর্মাবলম্বী যুবকদের তৎপরতায় সৎকার হলো হিন্দু ধর্মের মৃতদেহ সৎকার। সাম্প্রতি এমনি দৃশ্যের সাক্ষী থাকলো লাভপুর বাসী। গত ৬ই অক্টোবর সকাল বেলা লাভপুরের গুরুপল্লীর বাসিন্দা গোপাল দাস বৈরাগ্য নামের এক ব্যক্তি দেহত্যাগ করেন। কিন্তু তাঁর বাড়িতে তাঁর মেয়ে ছাড়া অন্য কোনো সদস্য না থাকায় ওই মৃত দেহ সৎকারের জন্য সমস্যায় পড়েন মৃত ব্যক্তির মেয়ে সাধনা দাস বৈরাগ্য। কার্যত সেই সমস্যার কথা জানতে পেরে তড়িঘড়ি মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন লাভপুর একনম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা লাভপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সালাম শেখ। 

ঘটনার প্রসঙ্গে মৃত ব্যক্তির মেয়ে সাধনা দাস বৈরাগ্য জানান, লাভপুরের গুরুপল্লী এলাকার ক্যানাল পারে একটি ছোট্ট ঘরে তাঁর ম বাবাকে নিয়ে তিনি থাকতেন এবং পঞ্চায়েতের পাশের একটি চায়ের দোকান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন। ফলে আত্মীয় স্বজন সেই অর্থে কেউ নেই। কিন্তু ৬ই অক্টোবর সকালে বার্ধক্যজনিত কারণে তাঁর বাবা মারা যান, এবং প্রথা অনুযায়ী সেই মৃত দেহ সৎকার করতে হতো তাই তিনি তাঁর চেনা জানা বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলেও তারা জবাব দেয়, ফলে তিনি আর উপায় না দেখে সালাম বাবুর সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর বাবার সৎকারের ব্যবস্থা হয়।


এই প্রসঙ্গে অবশ্য সালাম শেখ জানান, তিনি হিন্দু, মুসলিম এইসব ধর্মের বেড়াজালের উর্ধ্বে গিয়ে বিশ্বাস করেন মানব ধর্মে, তাঁরই একটা উদাহরণ। গত ৬ই অক্টোবর দুপুর নাগাদ তাঁর ফোনে ফোন করেন সাধনা দেবী, ও কাঁদতে কাঁদতে তাকে সব কথা বলেন এবং প্রত্যুত্তরে সালাম বাবু সাধনা দেবীর কাছে দশ মিনিট সময় চেয়ে নেন এবং তিনি তাঁর দলেরই গোটা ত্রিশেক কর্মীকে বাঁশ, ও গাড়ি নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে পাঠান। পরে তারাই প্রথা অনুযায়ী স্থানীয় লাঘাটা মহাশ্মশানে মৃতদেহর সৎকার করে এবং এই সমগ্র ঘটনার মধ্যে দিয়ে লাভপুর তথা সমগ্র জেলার বুকে পুনরায় সাম্প্রদায়িক মেলবন্ধনের অনন্য নজির গড়লেন সালাম বাবু ও তার দল, তা বলার অপেক্ষা রাখে না।

মন্তব্যসমূহ