অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই,জ্বলল ঘরবাড়ি,পুড়ে মৃত্যু হলো জনা বারোর



ব্যুরো রিপোর্ট, মাটির খবর: তৃণমূল নেতা তথা উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে রাত থেকে অগ্নিগর্ভ হয়ে উঠলো রামপুরহাট থানার বগটুই গ্রাম। গোটা গ্রাম জুড়ে চললো তান্ডব, জ্বললো একাধিক ঘরবাড়ি। যার জেরে ইতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা।যদিও ইতিমধ্যেই গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স, দমকল। চলছে আগুন নেভানোর কাজও। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে জন্য ইতিমধ্যেই বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিআইডির একটি প্রতিনিধি দল। ঘটনাস্থলে আসছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমও। উল্লেখ্য গতকাল সন্ধ্যে বেলা রামপুরহাট থানার অন্তর্গত বগটুই গ্রামের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন রামপুরহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ। সেই সময় বাইকে করে একদল দুষ্কৃতী আসে এবং তাঁর দিকে বোমা ছুঁড়লে বোমের আঘাতে গুরুতর আহত হন তিনি, পরে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। কার্যত তার পরেই ক্ষোভে ফেটে পড়তে থাকে ওই নেতার অনুগামীরা, ক্ষুব্ধ অনুগামীরাই তান্ডব চালিয়েছে বলে অনুমান।

মন্তব্যসমূহ