কৃষিক্ষেত্রে সবুজ সার প্রয়োগ, কৃষির ভবিষ্যত সুরক্ষিত রাখতে পারে

সম্পাদকীয় প্রতিবেদন

চলছে কৃষিকাজ। (নিজস্ব চিত্র)

দেবাশিস পাল ,মাটির খবরদীর্ঘদিন ধরে কৃষি ক্ষেত্রে অত্যধিক রাসায়নিক সার প্রয়োগে কৃষিজমিগুলো হারাতে চলেছে তার উর্বর ক্ষমতা, এমনকি জমির মাটিও যে দিন দিন শক্ত হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।আর এখনই যদি এদিকে নজর না দেওয়া হয় তাহলে আগামী দিনে কৃষিজমি যে কতটা চাষযোগ্য থাকবে তা নিয়ে একটা সন্দেহ থেকেই যায়।অথচ একটা সময় ছিল যখন রাসায়নিক সারের প্রয়োগ ছিল না বললেই চলে, তখন চাষীদের মধ্যে গবাদি পশু পালনের একটা প্রবনতা ছিল তার ফলস্বরূপ প্রচুর পরিমাণে জৈব সার উৎপাদিত হতো এখন তা একদম কমে গেছে।তবে তার পরিবর্তে  চাষীদের সচেতন করে যদি সবুজ সার প্রয়োগের উপর জোর দেওয়া হয় তাহলে হয়তো এই সমস্যা থেকে অনেকটাই অব্যাহতি পাওয়া যাব। উদাহরণ হিসেবে বলা যায় একসময় প্রাকবর্ষায় ধনিচা জাতীয় গাছের বীজ গ্রামবাংলার কৃষিজমিতে চাষীরা ছড়িয়ে দিতেন এবং সবুজ  থাকা অবস্থাতেই লাঙল তা দিয়ে মাড়িয়ে জমির মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জমির উর্বরা শক্তি অনেকটাই বাড়িয়ে তোলা হতো।পরে রাসায়নিক সারের আধিপত্যে ও মোহে  সবুজ সারের কথা অধিকাংশ চাষীরাই ভুলতে বসেছেন।এখন যদি সরকারের উদ্যোগে সেই ধরনের সবুজ সার প্রয়োগ করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয় তাহলে জৈব সারের ঘাটতি অনেকটা কমিয়ে ফেলা যাবে এবং রাসায়নিক সারের প্রয়োগ‌ও কমানো যাবে,তা আমাদের ভবিষ্যতের পক্ষে মঙ্গল হবে। 

মন্তব্যসমূহ