বাল্যবিবাহ, পণপ্রথা সহ বিভিন্ন সামাজিক ব্যাধি রুখতে মঞ্চে নামছে 'নারী নক্ষত্র'

 সৌমেন দাস; লাভপুর: সমাজে নারী শিক্ষার প্রসার, বাল্য বিবাহ ও সমাজের বুকে নারীদের উপর হয়ে যাওয়া বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার পথে নামবে সমাজের কন্যাশ্রীরা। গত বুধবার ১৭ তারিখ এই বিষয়ের উপরে লাভপুর ব্লকের বিভিন্ন স্কুল থেকে পঞ্চাশজন ছাত্রীকে নিয়ে লাভপুর ব্লক প্রশাসন ও লাভপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় 'আমি কন্যাশ্রী' নামের একটি কর্মশালা আয়োজন করলো বীরভূম সংস্কৃতি বাহিনী। যে কর্মশালায় বিভিন্ন রকম অনুষ্ঠানের পাশাপাশি 'নারী নক্ষত্র' নামের একটি নাটক নির্মাণ প্রদর্শনী করা হয় যেটি পরের সপ্তাহে ওই ছাত্রীরা পুনরায় মঞ্চস্থ করবে এবং আগামী দিনে সেটিকে তাঁরা নিজ নিজ এলাকায় প্রদর্শন করবে যার দৌলতে মানুষজন সমাজে বাল্য বিবাহ, পণপ্রথা ও অন্যান্য সামাজিক সম্পর্কে সচেতন হয়। 

চলছে আলোচনা চক্র। (নিজস্ব চিত্র)

আয়োজক সংস্থার কর্ণধার ডঃ উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, সমাজে প্রতি নিয়ত বাল্য বিবাহ, পণ প্রথা, মেয়েদের স্কুল ছুটের মতো ঘটনা যেভাবে সমাজে জাঁকিয়ে বসছে তার ফল আগামী দিনে ভয়ঙ্কর হতে চলেছে। তাই লাভপুর ব্লক প্রশাসন ও লাভপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই কর্মশালার আয়োজন। এখানে উপস্থিত বিভিন্ন স্কুল থেকে আসা পঞ্চাশ জন মেয়েকে নিয়ে 'নারী নক্ষত্র' নামক একটি নাটক নির্মাণ করা হবে, যেটি আগামী সপ্তাহে তাঁরা এখানে প্রদর্শন করবে এবং আগামীতে সেই নাটক তাঁরা নিজের নিজের এলাকায় প্রদর্শন করবে যার ফলে মানুষের কাছে সহজেই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া যাবে। 

মঞ্চস্থ হচ্ছে নাটক নারী নক্ষত্র। (নিজস্ব চিত্র)

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমর জেলা শাসক বিধান চন্দ্র রায়, লাভপুর ব্লকের বিডিও সন্তু দাস সহ আরও নানান পদমর্যাদার আধিকারিকরা। 

এদিনের অনুষ্ঠান সম্পর্কে বীরভূম জেলার জেলা শাসক বিধান চন্দ্র রায় জানান, বীরভূম সংস্কৃতি বাহিনীর আয়োজনে, লাভপুর ব্লকের দশটি স্কুলের পঞ্চাশজন ছাত্রী যাঁরা ইতিমধ্যেই কন্যাশ্রী ক্লাবের সদস্য তাদেরকে নিয়ে 'আমি কন্যাশ্রী' নামের একটি আলোচনা চক্রের আয়োজন করা হয় যার মাধ্যমে শিশুশ্রম, বাল্য বিবাহ সহ আরও বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে কিভাবে তাঁরা গর্জে উঠবে সেই বিষয়ে ধারনা দেওয়া হয়।




মন্তব্যসমূহ