বিধায়কের বাড়ি ফেরার ছবি ভাইরাল
নানুরের বিধায়কের বাড়ি ফেরার ছবি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়
নিজস্ব সংবাদদাতা,নানুর: কিছুদিন আগে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর টোটো নিয়ে নিজের এলাকায় ঘুরে বেড়ানোর ছবি বেশ ভাইরাল হয়েছিল আর বুধবার নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝির একটি ফেসবুক পোস্ট নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া অনুরাগীদের।দেখা যাচ্ছে বিধায়ক পাঁচটি ছবি পোস্ট করেছেন যার ক্যাপশন দেওয়া আছে 'বিধানসভা থেকে বাড়ির পথে......' ছবিগুলোতে দেখা যাচ্ছে যে নানুরের বিধায়ক গঙ্গাবক্ষে লঞ্চে দাঁড়িয়ে আছেন একদম দৈনন্দিন যাতায়াত করা যাত্রীদের মতো, চারিদিকে লোকজন দাঁড়িয়ে বসে রয়েছে।আর এই পোস্ট ঘিরে রীতিমত লাইক কমেন্টের বন্যা বইছে। সেখানে কেউ লিখছেন 'দাদা মন ভরে গেল।' আবার কেউ লিখেছেন'জনতার মাঝে জনপ্রতিনিধি।'আবার কেউবা লিখেছেন,'সকলের কাছে পৌঁছে যান এই কামনা করি।'
পোস্ট দেখে যা বোঝা যাচ্ছে তার হলো নানুরের বিধায়ক বিধানসভার কাজ সেরে জলপথে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর সেক্ষেত্রে আর পাঁচটা সাধারণ নিত্যযাত্রীদের মতোই লঞ্চে দাঁড়িয়ে আছেন যা নজর কেড়েছে নেটাগরিকদের।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন