আদিবাসী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে
সৌমেন দাস; শান্তিনিকেতন: এক আদিবাসী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। রবিবার রাত্রে ঘটনাটি ঘটে, শান্তিনিকেতন থানার তমশুলডাঙ্গা আদিবাসী গ্রামে।
স্থানীয় সূত্রের খবর রবিবার রাত্রে ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওই পাঁচ যুবক এবং তারপরেই তাকে গনধর্ষণ করে তাঁরা। এরপর সোমবার সকালে বিধ্বস্ত অবস্থায় গ্রামেরই এক ভাঙ্গা বাড়ি থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় শান্তিনিকেতন থানায় এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের করে ওই নির্যাতিতা।
পুলিশ সূত্রের খবর, রবিবার রাত্রে শান্তিনিকেতন থানার পারুলডাঙ্গা গ্রামের পাঁচ অভিযুক্ত যুবক, নবম শ্রেণীর ওই আদিবাসী ছাত্রীকে, মুখে কাপড় দিয়ে বেঁধে, বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে। অভিযুক্ত ওই পাঁচ যুবকের মধ্যে তিন যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেছেন ওই নির্যাতিতা।
আদিবাসী ছাত্রীকে গণধর্ষণ করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা।
অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। অভিযোগ দায়েরের পর নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন