আন্দলনের মুখে পিছু হাটলো কেন্দ্রীয় সরকার, জয় ফিরলো কৃষক শিবিরে
সৌমেন দাস; মাটির খবর: অবশেষে কেন্দ্রীয় কৃষি বিল নিয়ে পিছু হাটলো কেন্দ্রীয় সরকার। আজ থেকে গোটা ভারতে তুলে দেওয়া হলো নতুন কৃষি আইন। আজ সকালে গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে জাতির ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই ঘোষনা করেন। তিনি বলেন, "আজ থেকে ভারতের তিনটি কৃষি আইন প্রত্যাহার করা হলো। বিগত ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইছি।" পাশাপাশি তিনি সকল আন্দলনরত কৃষকদের উদ্দেশ্যে জানান, " আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরে যান, নিজের নিজের ক্ষেতে ফিরে যান। সরকারি ভাবে এই আইন প্রত্যাহারের সমস্ত প্রক্রিয়া শুরু করা হবে।" কার্যত এর পরেই খুশির ঢেউ আসে কৃষক সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক দল গুলির মধ্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে কেন্দ্রীয় সরকারের তরফে কৃষি ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য তিনটি বিল নিয়ে আসেন। পরে ওই বছরেই সেপ্টেম্বর মাসে লোকসভায় তিনটি বিল পাস করানো হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনে সেটিকে আইনে পরিণত করা হয় এবং তার পরেই এই আইনের বিরুদ্ধে পথে নামে ভারতের বিভিন্ন রাজ্যের কৃষক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল। দীর্ঘদিন ধরে পাঞ্জাবের সিংঘু সীমান্তে চলতে থাকে কৃষকদের বিক্ষোভ, ধর্ণা। আন্দলনের ঢেউ এসে পৌঁছায় গ্রামাঞ্চলেও। দিল্লিতে আন্দলনরত কৃষকদেরকে সংহতি জানাতে পথে নামে সমস্ত বাম ও ডানপন্থী দল। জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। অবশেষে আজ সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার। জয় পেল আন্দলনকারীরা। যদিও এই জয়কে কৃষকদের জয় বলে মনে করছে রাজনৈতিক মহল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন