'ভুল আমাদেরও ছিল' একুশের নির্বাচন নিয়ে বিস্ফোরক অনুপম
সৌমেন দাস; শান্তিনিকেতন: "ভুল আমাদেরও ছিল, তৃণমূল থেকে যারা নতুন নতুন এসেছিল, তাদের নিয়ে মাতামাতি করেছিলাম, যাঁরা পুরনো কর্মী তাঁদেরকে কোণঠাসা করেছিলাম।"
কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে এমনই বিস্ফোরক মন্তব্য বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার।
রবিবার সকালে শান্তিনিকেতনে সংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ইঙ্গিত দেন যে ভোট পর্ব মিটে যাবার পর এখন পরাজয়ের কারণ নিয়ে আত্মসমালোচনা করার দরকার আছে ও ভুল ত্রুটি স্বীকার করাতে কোন দোষ নেই। বিধানসভা নির্বাচনে রাজ্যে দলের হার নিয়ে এদিন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েও মুখ খোলেন তিনি।
রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি নিয়ে দলের সর্বভারতীয় সম্পাদক ও প্রাক্তন সাংসদ অনুপম হাজরা বলেন, “ভুল আমাদেরও ছিল। আমরাও তৃণমূল থেকে যে সমস্ত সুযোগ সন্ধানী নেতারাও এসেছিলেন তাদের নিয়ে প্রচুর মাতামাতি করেছি। আমরাও সেই সময় পুরো নেতৃত্বকে, নেতাকর্মীদের গুরুত্ব না দিয়ে, যারা সবে-সবে এসেছে তাদের নিয়ে এমন মাতামাতি শুরু করেছিলাম, যে আমাদের পুরনো কর্মীরা, তারা কোণঠাসা হয়ে গিয়েছিল। তারা মনে করেছিল এটা নবাগতদেরই পার্টি। ওই ভোটের হাওয়ায় হাওয়ায়, যখন বিজেপির ভোটের হাওয়া, চারিদিকে ‘বিজেপি আসছে, বিজেপি আসছে’, তারা এসেছিলেন এবং তারপর ২রা মে-র যখন দেখল বিজেপি হেরে গেল তার আবার ফিরে গেছেন।”
তিনি বলেন, “তাই এ সব সুযোগসন্ধানী নেতারা বেসিক্যালি কোন দলেরই হয়না। আবার যখন বিজেপির হাওয়া আসবে, তখন তারা আবারো বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু দোষটা আমাদেরই ছিল। যে তাদেরকে আমরা বেশি গুরুত্ব দিয়েছিলাম। সে জিনিসটা, আমার মনে হয়, ঠিক হয়নি।”
“অবশ্যই উচিত ছিল, যারা পুরনো কর্মী তাদের যোগ্য সম্মান ও গুরুত্ব দেওয়া। সেই সব কর্মী ও কার্যকর্তাকে অবহেলা করে, সবে-সবে যে সমস্ত নেতারা এসেছে অন্য দল থেকে, তাদেরকে নিয়ে যদি মাথায় তুলে নাচতে শুরু করেন, তাহলে তো পুরনো কর্মীরা নিজেদেরকে বঞ্চিত মনে করবেনই। সেটা আমাদের একটা শিক্ষা হয়েছে। সেটা আমাদের কিছু রাজ্য নেতাদের একটা দোষ ছিল,” বলেই মন্তব্য করেন অনুপম। এনিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তও অনেক সময় ঠিক ছিলনা বলেও তিনি ইঙ্গিত দেন।
তিনি আরও বলেন, “সব মিলিয়ে বলছি, এটা এক কথায় আমাদের দোষ। এখন ভোট হয়ে গেছে, নিজেদের ভুল ত্রুটির বিচার বিবেচনা করার সময় এসেছে। ফলে যেটা আমাদের দোষ বা ত্রুটি সেটা তো স্বীকার করে নিতে এখন অন্তত লজ্জা লাগা উচিত নয়। এটা আমাদের দোষ ছিল যে যে কিছু বাইরে থেকে আসা সুযোগ সন্ধানী নেতাদের নিয়ে, কিছু সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে এত মাতামাতি করেছি, এত লীলা খেলা দেখেছি, যে আমরা ভুলে গেছি যে কোন পুরোনো কর্মী ও কার্যকর্তাদের পরিশ্রমের ফলেই দল এই জায়গায় দাঁড়িয়েছে। সেটা আমাদের একটা হয়েছে এবং আমার মনে হয় এই কঠিন শিক্ষার দরকার ছিল।”
স্বাভাবিক ভাবেই বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার বিস্ফোরক মন্তব্যে আবারও অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন