মাওবাদী সন্দেহে নিজের বাড়ি থেকে গ্রেফতার শান্তিনিকেতনের যুবক

যানজট রুখতে নো এন্ট্রি পুলিশের
সৌমেন দাস; শান্তিনিকেতন: এবার মাওবাদী সন্দেহে বাড়ি থেকে গ্রেফতার করা হলো বোলপুর শান্তিনিকেতনের এক যুবককে। যুবকের নাম টিপু সুলতান, ওরফে শেখ মুস্তফা। গত ১৩ই অক্টোবর বুধবার ভোর রাতে ওই যুবককে তার  শান্তিনিকেতন থানা এলাকার গুরুপল্লীর বাড়ি থেকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। 
সূত্রের খবর, ২০১৬ সালের ২৯সে জানুয়ারি ঝাড়গ্রাম জেলার বেলপাহারি এলাকার একটি ঘটনার রেশ ধরে দেশদ্রোহী আইনে ওই যুবককে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ, পাশাপাশি একই সঙ্গে ওই যুবকের নামে বেআইনি অস্ত্র রাখা, সেটিকে ব্যবহার করা এবং বিস্ফোরক মজুত করার মামলাও রুজু হয়েছে। 


যদিও এই প্রথম নয়। ওই একই ঘটনার জেরে ২০১৮ সালেও ওই যুবককে গ্রেফতার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, এবং তখন জামিনে মুক্তি পেয়েই শান্তিনিকেতনে বসবাস শুরু করেন তিনি। এরপর বুধবার ওই একই ঘটনার জেরে দ্বিতীয়বার তাঁকে গ্রেফতার করলো পুলিশ। 
শান্তিনিকেতন থানার পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর রাতে ওই যুবককে গ্রেফতার করে শান্তিনিকেতন থানায় নিয়ে আসে ঝাড়গ্রাম জেলা পুলিশ, ও বুধবার বিকালে তাঁকে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম জেলায়, এবং বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে বলে ঠিক করা হয়। তবে ইতিমধ্যেই টিপু সুলতানের বাবা শেখ কামাল উদ্দিনকে নোটিশ দিয়ে তার ছেলের গ্রেফতারির খবর জানিয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ।

মন্তব্যসমূহ