যানজট রুখতে এবার 'নো এন্ট্রি' বোর্ড ট্রাফিক পুলিশের
বিশ্বজিৎ মন্ডল; মালদা : যানবাহন নিয়ন্ত্রণে চাঁচলগামি ৮১ নং জাতীয় সড়কের ভবানীপুর ব্রিজ মোড়ে বসানো হল নো এন্ট্রি বোর্ড। মঙ্গলবার চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে নিজের হাতে এই বোর্ড গুলি বসান।
পুলিশ সূত্রে খবর, ভবানীপুর চৌরাস্তার মোড়ে চাঁচল গামি ৮১ নং জাতীয় সড়কের ধারে অটো,টোটো সহ চাইনা ভ্যানগুলি সব সময় রাস্তা জ্যাম করে থাকার ফলে সমস্যাযর সম্মুখীন হত বড়ো গাড়ি সহ পথ চলতি মানুষজন। ঘটত দুর্ঘটনা। বিশেষত রবিবার হাটের দিন ঘন্টার পর ঘন্টা মাঝ রাস্তায় যানবাহন আটকে থাকত। এতে নাজেহাল হতে হতে নিত্য যাত্রীদেরকে। ফলে এলাকা বাসীরা দীর্ঘদি ধরেই এই বোর্ডের দাবি রেখেছিলেন ট্রাফিক পুলিশের কাছে এবং সেই দাবি কার্যত চলতি বছর পুজোর মরসুমে পূরণ হল।
এই বিষয়ে ট্রাফিক ওসি চন্দন দে জানান ভবানীপুর ব্রিজ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সবসময় সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবে।যারা ট্রাফিক আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন