শিক্ষক সংবর্ধনা লাভপুরে

সৌমেন দাস; লাভপুর: বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করলো লাভপুরের অন্যতম সংস্কৃতি চর্চা কেন্দ্র দিশারী সাংস্কৃতিক চক্র। আজ বিকালে লাভপুরের অতুলশিব ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে নাচ, গান আবৃত্তির পাশাপাশি লাভপুর ব্লকের কালিকাপুর ডাঙ্গা  আদিবাসী গ্রামের শিক্ষক নারায়ণ হাঁসদাকে পুষ্পস্তবক, মানপত্র ও স্মারক দিয়েও সম্মান জানানো হয় সংস্থার তরফে। 

এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে আয়োজক সংস্থার কর্ণধার পার্থপ্রদীপ সিংহ জানান, নারায়ণ হাঁসদা দীর্ঘদিন ধরে কালিকাপুর ডাঙ্গা গ্রামের দুস্থ শিশুকে বিনামূল্যে শিক্ষা দান করে আসছেন, পাশাপাশি আশে পাশের গ্রামের কোনো দুস্থ শিশুর খবর পেলে তিনি তাঁকেও তাঁর কাছে নিয়ে আসেন এবং তাঁকে পড়াশুনা করান। তাই শিক্ষক দিবসের এই পুণ্য দিনে তাঁকে দিশারী সাংস্কৃতিক চক্রের তরফে সম্মান জ্ঞাপন করা হলো।

মন্তব্যসমূহ