ভর সন্ধ্যে বেলা শ্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য বোলপুরে, গুলিবিদ্ধ এক নাবালক

সৌমেন দাস; বোলপুর: ভর সন্ধ্যে বেলা শ্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য বোলপুরে। আজ সন্ধ্যে বেলা ঘটনাটি ঘটে বোলপুর থানা এলাকার শিমুলিয়া গ্রামে। গুলিবিদ্ধ হয়ে আহত এক নাবালক। ঘটনার লিখিত অভিযোগ দায়ের বোলপুর থানায়।


সূত্রের খবর, বছর সতেরোর ওই আহত যুবকের নাম বুদ্ধদেব মেটে। আজ সন্ধ্যে বেলা ওই যুবক পাশের গ্রামের একটি টেলারের দোকানে গিয়েছিল নিজের কাজে, তারপর সন্ধ্যে বেলা সেখান থেকে ফেরার পথে শিমুলিয়া গ্রামের বাইরে যে কালভার্ট সেখানে আসতেই বাইকে করে তিনজন ছিনতাইবাজ তাকে ঘেরাও  করে এবং তাঁর থেকে মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করলে বুদ্ধদেব তাদেরকে বাধা দেয় এবং সেখান থেকে পালিয়ে আসতে গেলে ছিনতাইকারীরা তার দিকে গুলি ছোঁড়ে, এবং গুলিটি এসে লাগে ওই যুবকের পায়ে। যদিও ওই যুবক সাহসিকতার সঙ্গে তার সাইকেল নিয়ে বাড়ি আসে, এবং সেখান থেকে বাড়ির লোকজন আহত ওই যুবককে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে, এবং ডাক্তার বাবুর সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। 
তবে এই ঘটনার পরে স্বাভাবিক ভাবেই আতঙ্কের ছাপ এলাকাবাসীর মুখে। পাশাপাশি প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তার ভূমিকা নিয়েও। স্থানীয় বাসিন্দাদের দাবী, ওই রাস্তা গ্রামের শেষ প্রান্তে হওয়ায় সন্ধ্যে বাড়তেই লোকজনের সমাগম কমে আসে, এবং যে কয়েকজন লোকজন ওই রাস্তা ধরে যাওয়া আসা করেন তারা বেশ ভীত হয়েই যাতায়াত করেন। 
যদিও এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে বোলপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করেছে তারা, এবং আগামীতে যাতে এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন এলাকাবাসীকে না হতে হয় তার দিকেও করা নজর দিচ্ছে পুলিশ।

মন্তব্যসমূহ