অবৈধ সম্পর্কের জেরে আত্মহত্যা, পরিবারের দাবি খুন

 বিশ্বজিৎ মন্ডল, মালদা :অবৈধ সম্পর্ক বিবাদের জেরে    গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ ।ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার নাগরাই এলাকায় ।মৃত গৃহবধূর নাম আসমা বিবি। পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর স্বামীর সঙ্গে নবীর শেখ এর 5 বছর আগে বিয়ে হয়,পরে এক অন্য মহিলার সাথে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে এলাকায় সালিশি সভা হলেও সমস্যার সমাধান হয়ে ছিল না, পরে এই বিবাদ বাড়তে থাকে । 

 উল্লেখ্য  আসমা বিবি এবং শেখ নবীর একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে । গতরাত্রে বিবাদ চরম  আকার  দুই জনের । সোমবার সকালে ফাঁকা বাড়ির সুযোগে  আসমা বিবি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় । তবে পরিবার সূত্রের দাবি এটা আত্মহত্যা নয় আসিমা বিবি কে গলায় দড়ি দিয়ে মেরে ফেলা হয়েছে, ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ।   পাশাপাশি খুন না আত্মহত্যা ঘটনার তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ।


মন্তব্যসমূহ