স্বনির্ভর দলের লক্ষাধিক টাকা আত্মসাৎ, অভিযুক্ত দলনেত্রী

সৌমেন দাস; শান্তিনিকেতন: স্বনির্ভর গোষ্ঠীর লোনের প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো এক মহিলার বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার গোয়ালপাড়া গ্রামে। 
সূত্রের খবর, শ্রাবনী সূত্রধর নামের ওই মহিলা প্রায় বাইশটি স্বনির্ভর গোষ্ঠীর প্রধান ছিলেন, এবং তিনি তাঁর দলের বাকি সদস্যরা ব্যাংক থেকে লোন নিলে সেই লোনের কিস্তির টাকা তিনি আর ব্যাংকে জমা না করতেন না। ফলে বর্তমানে ব্যাংক থেকে দলের বাকি মহিলাদেরকে ফোন করে তাদের কিস্তির টাকা চাওয়া হলে তারা বিষয়টি নিয়ে নিজেরদের মধ্যে আলোচনা করে খোঁজ খবর নেন এবং জানতে পারেন শ্রাবনী মণ্ডল তাদের কিস্তির টাকা ব্যাংকের কাছে জমা না করে নিজের কাছেই রেখে দিতেন। 


কার্যত তার পরেই দলের বাকি মহিলারা মিলে অভিযুক্ত মহিলার নামে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই ওই অভিযুক্ত মহিকার বাড়িতে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ, এবং মহিলাকে আটক করে। যদিও মহিলার পরিবারের বাকি সদস্যরা পলাতক। 
স্বনির্ভর দলের এক মহিলা জানান, শ্রাবনী সূত্রধর তাদের দল সহ আরো একুশটি দলের দল নেত্রী ছিলেন, ফলে প্রতিটা দলেই যে লোন হতো সেই লোনের টাকা তাঁরা ওই মহিলার হাতে জমা দিতেন যাতে তিনি লোনের কিস্তি সময় মতো ব্যাংকে জমা করে দেন। কিন্তু শ্রাবনী দেবী এমনটা না করে সমস্ত টাকা নিজেই আত্মসাৎ করেছেন। ফলে এখন ব্যাংকের লোকজন তাদেরকে ফোন করে টাকা চাইছে। 
শান্তিনিকেতন থানা সূত্রে খবর, অভিযুক্ত শ্রাবনী সূত্রধরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের খোঁজ চলছে।

মন্তব্যসমূহ