অন্তঃসত্বা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার চাঁচলে

বিশ্বজিৎ মন্ডল; মালদা; মাটির খবর:শোবার ঘরে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ালো মালদহের চাঁচলে।শুক্রবার বিকেলে চাঁচল গ্রাম পঞ্চায়েতের সিহিপুরের ঘটনা।হাসপাতালে সূত্রে জানা গেছে, মৃতের নাম পিয়া ঘোষ(১৯)।

সূত্রে জানা যায়,বধূর বাপের বাড়ি চাঁচলের হারোহাজরা ঘোষপাড়া এলাকায়।ছয় মাস আগে চাঁচলের সিহিপুর গ্রামের যুবক পেশায় ক্ষৌরকার রামু প্রামানিকের সাথে প্রেম করে বিয়ে হয়।বধূর মা বেবি ঘোষের অভিযোগ করে বলেন,বিয়ের পর থেকেই মেয়ের উপর অত‍্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা।


মেয়ের অন্তঃসত্বা থাকাই শরীর কিছুটা অসুস্থ তাই শুক্রবার সকালে মেয়ের সময় মতো ঘুম না ভাঙায় অশান্তি শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা।তারপর মেয়ের উপর মারধরও করে।এই অপমান সহ‍্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় মেয়ে প্রিয়া।বধূর মা আরোও বলেন,আমরা খবর পেয়েই হাসপাতালে ছুটে আসি।কিন্তু আমার মেয়ে ততক্ষনে মারা গেছে।

শ্বশুরবাড়ির অত‍্যাচার সহ‍্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত‍্যা করেছে।শ্বশুর-শ্বাশুড়ী ও জামাইয়ের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ করব।শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি তুলেছে মৃত বধূর বাপের বাড়ির পরিবার।

মন্তব্যসমূহ