মালদায় গুলি বিদ্ধ জমি ব্যবসায়ী
বিশ্বজিৎ মন্ডল, মালদা; মাটির খবর: শ্যুট আউট মালদায়। এক জমি ব্যবসায়ীকে গুলি করে পালালো দুষ্কৃতীরা। রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার অন্তর্গত উল্কা কালী মন্দির এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গুলিবিদ্ধ জমি ব্যবসায়ী নেপাল চৌধুরীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবারের সন্ধ্যায় উল্কা কালী মন্দিরের সামনে পরিচিতদের সঙ্গে বসে আড্ডা মারছিলেন নেপাল বাবু। সেই সময় দুই দুষ্কৃতি বাইকে করে এসে নেপাল বাবুকে গুলি করে। গুলি তার পীঠে গিয়ে লাগে। উপস্থিত মানুষেরা কিছু বুঝে ওঠার আগেই, ঘটনাস্থল থেকে বাইকে করে মানিকচকের দিকে পালিয়ে যায় দুই দুষ্কৃতি। অন্যদিকে, গুলিবিদ্ধ নেপাল বাবুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর।
ঘটনার পর মালদা মেডিকেল কলেজে পৌঁছন ইংরেজবাজার থানার আইসি আশিস দাস। গুলিবিদ্ধ নেপাল চৌধুরী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে, কে বা কারা গুলি চালিয়েছে তার কিনারা করার চেষ্টা করছে পুলিশ। ইংরেজবাজার থানার শোভানগর এলাকার বাসিন্দা নেপাল চৌধুরী জমি সংক্রান্ত বিবাদের কারণে বেশ কিছুদিন জেলে ছিলেন। তিনদিন আগে জেল হেফাজত থেকে ছারা পেয়েছিলেন নেপালবাবু। তাই জমি সংক্রান্ত পুরনো কোন শত্রুতার জেরেই এই ঘটনা কিনা, তা তদন্ত করে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন