"আপনার থানা ,আপনার পাড়ায়" অনুষ্ঠানের শুভ সূচনা হলো রামপুরহাটে ।
ব্যুরো রিপোর্ট, মাটির খবর: বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রামপুরহাটের বড়শাল অঞ্চলে “আপনার থানা আপনার পাড়ায়” অনুষ্ঠানের শুভ সূচনা হল। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী এবং রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা ডিপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়। মূলত নেশা মুক্ত সমাজ, বয়স্ক মানুষদের সামাজিক সুরক্ষা ইত্যাদি সামাজিক সুরক্ষা দেবার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সাধারণত প্রত্যন্ত গ্রামের মানুষ যে সকল অভিযোগ সব সময় থানায় এসে জানাতে পারেন না এবার সেই সব অভিযোগ চিঠি আকারে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় অবজেকশন বক্স থাকবে সেখানে জমা করে দিলেই মিলবে তার সুরাহা। উল্লেখ্য এই কর্মসূচির প্রথম উদ্বোধন হয় বীরভূমের মহম্মদ বাজার থানায় ইতি মধ্যে বীরভূম জেলায় প্রায় ১৫ থেকে ১৬ টি থানায় এই কর্মসূচির শুভ সূচনা হয়ে গেছে। এর পাশাপাশি এদিন স্কুলের ছাত্র-ছাত্রী দের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হল এবং দুঃস্থ গরিব মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন