খারাপ রাস্তার মেরামত করল স্বেচ্ছাসেবী সংস্থা
সৌমেন দাস; মাটির খবর: বর্ষার জলে রাস্তায় তৈরি হয়েছে ছোটো বড়ো বেশ কিছু গর্ত, যার ফলে এলাকার মানুষজন রোজ নানাবিধ সমস্যার সম্মুখীন হলেও সে বিষয়ে কোনো ভ্রূক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের। ফলে এবার সেই বেহাল রাস্তাকেই মেরামতির কাজে এগিয়ে এলো সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিবার ওয়েলফেয়ার সোস্যাইটি। যদিও এই বিষয়ে সংস্থার সম্পাদক সম্রাট হাজরা জানান, সিউড়ি শহরের এসপি মোড়, ফায়ার ব্রিগেড রোড, হাসপাতাল মোড়ের মতো রাস্তা গুলিকে মূলত সিউড়ি শহরের প্রাণ কেন্দ্র হিসেবে ধরা হয় এবং এই রাস্তা দিয়ে রোজ হাজার হাজার লোকের যাতায়াত কিন্তু বর্ষার জল জমে সেই রাস্তা বর্তমানে খানা খন্দে ভরে গিয়েছে যার ফলে অসাবধানতা বসত যাতায়াত করলে পথ চলতি মানুষের বিপদের আশঙ্কা সৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে বড়ো কোনো দূর্ঘটনা যে ঘটবেনা, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের কথা ভেবে গতকাল রাত্রে তাদের সংস্থা পরিবার ওয়েলফেয়ার সোস্যাইটির তরফে সিউড়ি শহরের এসপি মোড়, হাসপাতাল মোড় ও ফায়ার ব্রিগেড রোডের একাধিক রাস্তার খানা খন্দ মেরামত করেন তারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন