করোনার বিরুদ্ধে লাল স্বেচ্ছাসেবকরা লড়ছে নানুরেও

দেবাশিস পাল, নানুর: চৌত্রিশ বছর রাজ্যে ক্ষমতায় থেকে মাত্র দশ বছরের মধ্যে বিধানসভার দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও বামেরা যে দমে যায়নি তার প্রকৃষ্ট উদাহরণ লাল স্বেচ্ছাসেবী দল, দেশজুড়ে যার পরিচিতি 'রেড ভলান্টিয়ার্স' নামেই।বাম ছাত্র ও যুব সংগঠন এস এফ আই-ডি ওয়াই এফ আই এর এই স্বেচ্ছাসেবকরা সমগ্র রাজ্য জুড়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই নজির সৃষ্টি করে ফেলেছে, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে তাদের পাশে দাঁড়িয়েছে বাম শিক্ষক সংগঠন‌ও।
     চলছে অক্সিজেন দেওয়ার কাজ।(নিজস্ব চিত্র)

আর এবার তারা কাজ শুরু করলো বীরভূমের নানুর এলাকাতেও।কিরণ, আসগর, হাসমত,অভিমন্যু সহ একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সবসময়ের জন্য প্রস্তুত মানুষের সেবার জন্য। ইতিমধ্যে তারা বেশ কিছু গ্রামে অসুস্থ মানুষের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছেও দিয়েছেন।আর রেড ভলান্টিয়ার্সদের এলাকায় পেয়ে স্বভাবতই কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ।

মন্তব্যসমূহ