মানুষের পাশে,'একতা ফাউন্ডেশন'
ব্যুরো রিপোর্ট, মাটির খবর: বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সামাজিক কাজে এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন। লাভপুরের গ্রামীণ এলাকায় গড়ে ওঠা 'একতা ফাউন্ডেশন'ও কাজ করে চলেছে সাধারণ মানুষের জন্য।আর আজ তারা বিভিন্ন গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এককালীন খাদ্য সামগ্রী বিতরণ করলো।বিতরণ পর্বে উপস্থিত ছিলেন জামনা ধ্রুববাটী নীলরতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রেমাংশু রঞ্জন ঘোষ সহ এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
Khub bhalo kaaj kor6is ..... bondhu ...... aantorik bhalobasha r shuvokamona janai ....... 🙏🙏💖
উত্তরমুছুন