বিজেপি কর্মীকে খুনের ঘটনায় চাঞ্চল্য, 'ব্যক্তিগত কারনে খুন' অনুমান পুলিশের।

সৌমেন দাস; খয়রাশোল: বীরভূম জেলায় আবারও বিজেপি কর্মীকে খুনের ঘটনাকে ঘিরে সৃষ্টি হলো চাঞ্চল্যের, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি আজ সন্ধ্যে নাগাদ ঘটেছে কাঁকরতলা থানা এলাকার নবসন গ্রামে। মৃত মিঠুন বাগদির পরিবারের দাবি, তারা বিজেপি করে এবং মিঠুন বাগদি ওই এলাকায় এ মণ্ডল সহ সভাপতিও ছিল ফলে তৃণমূলের দুস্কৃতিদের নজর ছিল তার উপরে এবং তার জেরেই তাকে পিটিয়ে খুন করা হয়েছে। 
দুবরাজপুর বিধানসভার বিধায়ক তথা বিজেপি নেতা অনুপ সাহা জানান, মিঠুন বাগদি ওই এলাকার একজন দক্ষ কর্মী ছিল বলেই তাকে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হলো।
যদিও এ বিষয়ে স্থানীয় তৃণমূল এক নেতার দাবী, এই ঘটনার সঙ্গে তাদের কোনো, যোগ নেই। বিজেপি মিথ্যে অভিযোগ করছে। 

          নিহত বিজেপি কর্মী। (নিজস্ব চিত্র)

তবে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,  কয়েকদিন আগে মিঠুন বাগদির মোটর সাইকেলে ধাক্কায় একজন মারা যান ও একজন আহত হন যার জেরে কাঁকরতলা থানায় অভিযোগ হয়েছিল, পরে সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারও করা হয় তবে গতকাল সেই অভিযোগের জামিন হয় এবং বাড়ি ফিরে আসে এবং আজ সন্ধ্যেই দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করে। ফলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যক্তিগত আক্রোশ থেকেই এই খুন বলে অনুমান।
তবে বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি জানান পুরো ঘটনার তদন্ত হবে।

মন্তব্যসমূহ