ঠিক ঠাক সুবিধা না মেলায় ধর্মঘট সিএসপি কর্মীদের।

সৌমেন দাস; মাটির খবর: নিয়মিত মাসিক বেতন ও কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে এবার ধর্মঘটে বসলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের (সিএসপি) একাধিক কর্মী। সূত্রের খবর, গত দশদিন ধরে তারা এই ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটে সামিল এক সিএসপি কর্মী জানাচ্ছেন, ব্যাংকের মূল শাখা গুলিতে  নিত্য নতুন নানা রকম বিধি নিষেধ জারি করার ফলে গ্রামের মানুষজন ব্যাংকে লেনদেনের কাজে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, ফলে তাদের সুবিধার্থে ব্যাংকের তরফে বিভিন্ন গ্রামে গ্রামে খোলা হয়েছে এই সিএসপি শাখা গুলি, যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় কাজ কর্ম খুব সুবিধার সঙ্গে সম্পন্ন করা হয়। পাশাপাশি এই সিএসপি গুলি হওয়াতে ব্যাংকের কাজ যেমন কমেছে, তেমনি কাজের চাপ বেড়েছে এই সিএসপি কর্মীদের। কিন্তু সেই অনুপাতে তাদের বেতন বাড়েনি, এছাড়াও তাদের যে বেতন তারা সেটাও সময় মতো পাচ্ছেন না। আগের থেকে কমেছে কমিশনের হার। আগে ব্যাংকের থেকেই এই সিএসপি শাখার জন্য নেওয়া ঘরের ভাড়া দেওয়া হতো, সেগুলিও এখন বন্ধ করে দেওয়া হয়েছে।  তাদের আর এক কর্মী জানান, তাদের দাবির মধ্যে পাসবই প্রিন্টিং এর সুবিধা, মিনি স্টেটমেন্ট ইত্যাদি সুবিধার কথাও জানানো হয়েছে। পাশাপাশি তাদের এই দাবির কথা মুখ্যমন্ত্রীর দপ্তরেও জানানো হয়েছে এবং তাদের দাবি না মানা হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

                  ধর্মঘট অব্যাহত। (নিজস্ব চিত্র)

তবে সিএসপি কর্মী ও ব্যাঙ্কের এই দোটানার মধ্যে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। 

মন্তব্যসমূহ