লাভপুরে চালু হলো কোভিড কেয়ার সেফ হোম।
সৌমেন দাস; লাভপুরঃ কথা রাখলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। বিধানসভা নির্বাচনে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করার পরেই তিনি লাভপুরের মানুষের জন্য ঘোষণা করেছিলেন লাভপুরে করোনা আক্রান্ত মানুষের জন্য সেফ হোম তৈরি করবেন। সেই কথা মতো আজ ১২ দিন পরে লাভপুর ব্লকের গোপালপুর গ্রামের আইটিআই কলেজে সুচনা হল করোনা সেফ হোমের। সহযোগিতা করলেন লাভপুরেরই ভুমিপুত্র তথা লিভার ফাউন্ডেসনের কর্ণধার ডঃ অভিজিৎ চৌধুরী। মূলত লাভপুর এলাকার মানুষজনকে বিনামুল্যে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এর আগে এলাকার মানুষ করোনা আক্রান্ত হলে তাদেরকে ভরসা করতে হতো সিউড়ি অথবা বোলপুরে, তবে এখন লাভপুরেই এই সুবিধা পাওয়া গেলে এলাকার মানুষজন অনেকটাই উপকৃত হবেন তারা।
যদিও এই উদ্যোগ নিয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, “ মুখ্যমন্ত্রী শপথ নেওয়াড় পরই ঘোষণা ক্রেছিলেন এখন আমাদের মুল লক্ষ্য করোনাকে রোধ করা, তারই ফ্ল স্বরুপ আমাদের এই উদ্যোগ। এর ফলে এলাকার মানুষকে আর হয়রানি করতে হবে না, বারির কাছেই পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবেন”। লাভপুরের এই করোনা সেফ হোমে রয়েছে ২৫ টি সজ্জা, যার মধ্যে ২০ টি পুরুষদের জন্য ও বাকি ৫ টি মহিলাদের জন্য। প্রতিটি সজ্জাতেই রয়েছে আলাদা আলাদা অক্সিজেন সহ যাবতীয় ব্যাবস্থা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন