বজ্রপাতে মৃত ১

সৌমেন দাস; লাভপুর: আজ সকালে বজ্রবিদ্যুতের আঘাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম আকু বাগদি, বয়স ৫৫ বছর। আজ সকালে ঘটনাটি ঘটেছে, লাভপুর থানার ঠিবা অঞ্চলের বাঘা গ্রামে। পরিবার সূত্রে খবর, আজ সকালে চাষের কাজের জন্য মাঠে গিয়েছিলেন ওই ব্যক্তি তারপর কাজ সেরে ফেরার পথে ঝড় বৃষ্টি আরম্ভ হলে ও তার উপর বজ্রপাত হয়। পরে গ্রামবাসীরা আহত ব্যক্তিকে লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে ও দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। 
             মৃত আকুু বাগদি। (নিজস্ব চিত্র)

মন্তব্যসমূহ