মোটের উপর শান্তিতে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হলো বীরভূম।
সৌমেন দাস, দেবাশিস্ পাল; বীরভূম: শেষ হলো অষ্টম দফা তথা শেষ দফার নির্বাচন। আর এই দফার উপরেই কিন্তু বলা যেতে পারে নজর ছিল আপামর রাজ্য বাসীর। কারন! কারন একটাই এই দফাতেই কিন্তু ভোট গ্রহণ ছিল 'খেলা হবে' স্লোগানের বক্তা অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে, নির্বাচন ছিল বছরের বেশির ভাগ সময়টা খবরের শিরোনামে থাকা নানুর ও লাভপুর বিধানসভা কেন্দ্র। ফলে স্বাভাবিক ভাবেই কিন্তু রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে নির্বাচন কমিশন সকলেরই কিন্তু কেন্দ্রবিন্দু ছিল এই জেলার উপরেই, যার ইঙ্গিত কিন্তু পেয়েছিলাম জেলার কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা দেখে, জেলায় বাড়তি অবজারভার নিয়ে আসা দেখে। এছাড়াও রাজনৈতিক দল গুলির তৎপরতাও বলার অপেক্ষা রাখে না।
ফলে স্বাভাবিক ভাবেই এই বীরভূম জেলাকেই যে সকলে স্তরে ফলে সমস্ত চিন্তা ভাবনাকে দূর করে মোটের উপর নির্বিঘ্নেই নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হলো জেলা জুড়েই। যদিও আমরা সকল থেকেই জেলার কিছু কিছু জায়গা যেমন নানুরে বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, ইলামবাজারে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থেকেছি আমরা। কিন্তু অন্য দিকে কিন্তু বলা যেতে পারে নজির সৃষ্টি করেছে লাভপুর বিধানসভা কেন্দ্র। আমরা জানি বীরভূম জেলার রাজনৈতিক মানচিত্রে লাভপুর কিন্তু অন্যতম স্পর্শকাতর জায়গা, বছরের বিভিন্ন সময় কিন্তু রাজনৈতিক হিংসার কারনে উত্তপ্ত থেকেছে লাভপুর। কিন্তু একুশের এই নির্বাচনে দাঁড়িয়ে সেই স্পর্শকাতর জায়গাতেই ভোট হলো প্রায় নির্বিঘ্নে। যদিও এক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকাও ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজ সকাল হতেই লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রামের দাসপাড়া এলাকায় রাজনৈতিক হিংসা ও তার জেরে বাড়ি ভাঙচুরের খবর এসে পৌঁছায়, এবং প্রশাসনের তৎপরতায় কিন্তু সেই ঝামেলা কার্যত মিটে যায় এবং গোপন সূত্র মারফত খবর পেয়ে তল্লাশি চালিয়ে কিন্তু বেশ কিছু বোমাও উদ্ধার করা হয়। পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় বিক্ষিপ কিছু ঘটনার খবর এলেও তার প্রভাব কোনো ভাবেই পড়তে দেননি এলাকাবাসীরা। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পরে কমিশনের তরফে পাঠানো তথ্য অনুযায়ী আজ সারাদিনে জেলায় ভোট পড়েছে একাশি শতাংশ যার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে কিন্তু লাভপুর বিধাসভা কেন্দ্রে প্রায় ৮৫ শতাংশ। ফলে বলা যেতেই পারে সারাবছর রাজনৈতিক হিংসার জেরে উত্তপ্ত থাকা বীরভূম জেলায় ভোট কিন্তু কার্যত নির্বিঘ্নেই সম্পুর্ন হলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন