শুরু হলো অনুব্রতর নজরদারি।

সৌমেন দাস; বোলপুর: অবশেষে বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে পৌছাল নির্বাচন কমিশনের দল। প্রসঙ্গত উল্লেখ্য, আজ দুপুরে নির্বাচন কমিশনের তরফে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ অর্থাৎ ২৬শে এপ্রিল মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে আগামী ৩০শে এপ্রিল শুক্রবার সকাল ৭টা পর্যন্ত নির্বাচন কমিশনের নজরবন্দি করা হবে বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলকে। 

         শুরু হয়েছে নজরদারি।(নিজস্ব চিত্র)

সেই মতো আজ সন্ধ্যে নাগাদ বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে পৌঁছালেন নির্বাচন কমিশনের লোকজন। সূত্রের খবর, এই দলে রয়েছেন ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের আয়ত্তাধীন একজন ফটোগ্রাফার ও কেন্দ্রীয় বাহিনী। তবে দুপুরে নির্বাচন কমিশনের তরফে পাঠানো বিজ্ঞপ্তির কথা সংবাদ মাধ্যমে পাওয়ার পরে আজ বিকালেই জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অনুব্রত মণ্ডল কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়েছেন এর আগেও ২০১৬ এর বিধানসভা নির্বাচন ও ২০১৯ এর লোকসভা নির্বাচনেও তাঁকে নজর বন্দি করা হয় এবং তাঁর মোবাইলও কেড়ে নেওয়া হয় ফলে তিনি এই বছর আর নজরবন্দির বিষয় নিয়ে একেবারেই চিন্তিত নন বরং এই নজর বন্দির পরে তাদের জয়ের পথ প্রসারিত হলো। তিনি আরও বলেন আগের নজরবন্দিতে যেমন ভোটে কোনো প্রভাব পরেনি, এবারও পরবে না। ফলে জেলার নির্বাচনী ফলাফল এখন কোনদিকে যায় সেইদিকে কিন্তু নজর এখন সমগ্র জেলাবাসীর।

মন্তব্যসমূহ