তৃণমূল কংগ্রেসের প্রচার মিরাটি-ব্রাহ্মনপাড়া গ্রামে
দেবাশিস পাল ও সৌমেন দাস, লাভপুর:ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে।তবে লাভপুর বিধানসভা কেন্দ্রের ঠিবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের গ্রামভিত্তিক প্রচার যেন আলাদা মাত্রা যোগ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না, বিশেষত সংশ্লিষ্ট এলাকার দলীয় অঞ্চল সভাপতি সাইন কাজী যেন তার এলাকায় প্রচারে এতটুকুও ঘাটতি যাতে না থাকে সে ব্যাপারে সদা তৎপর।
তার কথায়, 'অভিজিৎ সিংহকে বিধায়ক করে যদি আমরা তৃতীয় তৃণমূল সরকার গড়তে পারি,তাহলে গোটা লাভপুর এলাকার উন্নয়ন সমগ্র রাজ্যে নজির সৃষ্টি করবে।' আর সেই লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে মিরাটি-ব্রাহ্মণপাড়া গ্রামে প্রচার মিছিল ও পথসভা করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন দলটির বীরভূম জেলার সহ সভাপতি যোগগুরু সুশীল ভট্টাচার্য,ঠীবা অঞ্চল সভাপতি সাইন কাজী,লালু পাল প্রমূখ নেতৃত্ব। এদিন ব্রাহ্মণপাড়ার পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আবারও বিজেপিকে বিঁধতে ছাড়লেন না যোগগুরু সুশীল ভট্টাচার্য, এমনকি ত্রাণের চাল চুরির অভিযোগও করেন তিনি।আর তাই সবমিলিয়ে ভোটের মুখে প্রচারের গতি যেমন বাড়ছে ঠিক তেমনি নতুন নতুন বিতর্কও যে সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত তা বলা যেতেই পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন