ঠিবা গ্রামে বিজেপির পাল্টা মিছিল তৃণমূলের।

সৌমেন দাস; লাভপুর: বীরভূম জেলায় বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দল গুলির মধ্যে টক্কর যেন ততই বাড়ছে। গতকাল লাভপুর বিধানসভার ঠিবা গ্রাম পঞ্চায়েতের ঠিবা গ্রামের কয়েকহাজার কর্মী সমর্থকদের নিয়ে একটি প্রচার মিছিল করেছিল বিজেপির প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। পায়ে হেঁটে গোটা গ্রাম ঘুরে মানুষের কাছ থেকে মনুষের কথা শুনে সব শেষে একটি পথসভারও আয়োজন করা হয় বিজেপির তরফে। 
                চলছে মিছিল। (নিজস্ব চিত্র)
আর আজ ঠিবা গ্রামেই বিজেপির মিছিলের পাল্টা মিছিল করলো তৃণমূল কংগ্রেস। ঠিবা গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে মিছিল শুরু করে ঠিবা মাঝ পাড়ার শিবতলার কাছে একটি পথসভা করে মিছিল শেষ হয়।  মিছিলে উপস্থিত ছিলেন ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শাহীন কাজী, সহ সভাপতি লালু পাল, হাজুরতন বাগদি, রামকুমার গাঙ্গুলি সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। সভা শেষে ঠিবা গ্রামপঞ্চায়েতের সভাপতি শাহীন কাজী জানান, গতকাল ঠিবা গ্রামে হওয়া বিজেপির মিছিলের পাল্টা সভা হিসেবে তাদের আজকের এই মিছিল, যে মিছিলে তাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন ঠিবা গ্রামেরই দু হাজার কর্মী সমর্থক। 

মন্তব্যসমূহ