অনুভূতির গান নিয়ে শিকড়ের টানে আসছে মহিলা পরিচালিত লোকসঙ্গীতের ব্যান্ড মৃত্তিকা।

সৌমেন দাসহাজারও বাধা বিপত্তিকে পেরিয়ে এসে অবশেষে  জয়া নাগের কথা ও সুরে 'পরিচয়ের গান' গেয়ে  মঞ্চের আলো গায়ে মাখতে চলেছে লোকগানের ব্যান্ড মৃত্তিকা। গত ১৪ ই এপ্রিল কলকাতার একটি হলে ডিজিটালই তাদের পোষ্টার লঞ্চ করলেন। এদিন উল্লাস এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী, চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী জয়া শীল ঘোষ, অভিনেতা সাহেব ভট্টাচার্য সহ প্রমুখ। 
এই ব্যান্ড সম্পর্কে, ব্যান্ডের প্রতিষ্ঠাতা জয়া নাগ বলেন, তাঁর জন্ম পুরুলিয়ার মতো লাল মাটির দেশে হওয়ার সুবাদে লোকগানের সঙ্গে তাঁর কার্যত নাড়ির টান এবং সেই থেকেই  মূলত জন্ম এই মহিলা পরিচালিত লোকগানের ব্যান্ড মৃত্তিকার, যার ভাবনা চিন্তা শুরু হয়েছিল ২০১৮ সাল থেকেই তবে বিভিন্ন ঘাত প্রতিঘাতের কারনে মঞ্চে আসা হয়ে ওঠেনি। তবে এবার সেই সুযোগ হলো বাংলার অন্যতম ওটিটি মঞ্চ উল্লাসের হাত ধরে। ওই একই দিনে একই মঞ্চে আত্ম প্রকাশ করেছে উল্লাস।
তিনি আরও জানান, তাঁর এই দলে তিনি ছাড়াও রয়েছেন আরও তিনজন সঙ্গীত শিল্পী স্বস্তি চ্যাটার্জী, শিল্পী ভট্টাচার্য্য ও অনুশ্রী ঘোষ এবং সঙ্গীতের সমস্ত ব্যবস্থাপনা করছেন বিখ্যাত সুরকার টুনাই দেবাশিস্ গাঙ্গুলি। 

মন্তব্যসমূহ