নেপথ্যের কারিগর

স্বাতী সেনাপতি: তাঁকে ঘিরে হাজার ফ্লাশবাল্বের ঝলক থাকে না, মিডিয়ার উন্মাদনা থেকে বহু দূরে দাঁড়িয়ে থাকা মানুষটি বিজেপির সংগঠনের নেপথ্যের নায়ক, রাজ্য সম্পাদক শ্রী তুষার কান্তি ঘোষ। দল ভালোবেসে দল করার প্রকৃষ্ট উদাহরণ তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর রাজনৈতিক পাঠশালা থেকে বিজেপি পেয়েছে বহু সুযোগ্য নেতা, কর্মী। তেমনই একজন হলেন বঙ্গ বিজেপির রাজ্য যুবমোর্চার দায়িত্বপ্রাপ্ত স্টেট কমিটি মেম্বারের সদস্য অরুণ শাহ। ফেসবুক এবং টুইটারে স্মৃতিচারণায় তিনি লেখেন 'সুদক্ষ সাংগঠনিক প্রকৌশলীর উদাহরণ তিনি। বড় জনসভা, রোড শোতে দেখা না গেলেও মাঝির মতই দলের হাল ধরে রেখেছেন। অরুণবাবু জানিয়েছেন হাজার ব্যস্ততায় থাকলেও ফোন তোলেন তিনি এবং জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান তিনি করে দেন সুচারুভাবে।'

              তুষার কান্তি ঘোষ।(নিজস্ব চিত্র)
     
তাঁর পোস্টে একাধিক একাধিক লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি কমেন্ট করেছেন বঙ্গ বিজেপির একাধিক প্রথম সারির নেতৃত্বরা। রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি, অভিনেত্রী ও বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র, দেবজিৎ সরকারের মত বিশিষ্ট নেতারা তাঁর বক্তব্যে সমর্থন জানিয়েছেন।

মন্তব্যসমূহ