ইলামবাজারে যুবকের রহস্য মৃত্যুকে ঘিরে উত্তাপ এলাকা জুড়ে
সৌমেন দাস; ইলামবাজার: আবারও বীরভূম যুবকের রহস্য মৃত্যু। আজ সকালে ঘটনাটি ঘটেছে ইলামবাজার থানা এলাকার সুলতানপুর গ্রামে। মৃতের নাম সুকান্ত বাগদি (২১) পেশায় একজন প্যান্ডেল কর্মী। পরিবার সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতে সুকান্ত তাঁর পেশা গত কাজ ও তার পাশাপাশি ঠাকুর বিসর্জনের অনুষ্ঠান দেখতে গিয়েছিল পাশের গ্রামে, এবং অন্যান্য দিনের মতো সেদিনও বাড়ি ফেরেনি। তারপর সকাল হতেই গ্রামের ধারে যে গোরস্থান সেখানেই তাঁর রক্তাক্ত মৃতদেহ পরে থাকতে দেখে গ্রামবাসীরা এছাড়াও মৃতদেহের পাশেই একটি রক্তাক্ত বাঁশও পড়েছিল বলে দাবি গ্রামবাসিদের এবং তারপর থেকেই ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করে মৃতের পরিবার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বোলপুর মহকুমা হাসপাতালে।
তবে এই ঘটনার জানাজানি হতেই ক্রমশ উত্তাপ ছড়ায় এলাকা জুড়ে। যুবককে খুন করার অভিযোগ তুলে সকাল বেলা হাঁসরা থেকে কেন্দ্র ডাঙ্গাল যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে গ্রামবাসীরা। পরে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন