একুশের নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষনা তৃণমূলের।

সৌমেন দাস; লাভপুর: প্রকাশিত হলো আসন্ন বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। আজ দুপুরে তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয় থেকে একরি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ঘোষণা করেন নন্দীগ্রামে বিজেপির সম্ভাব্য প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়বেন তিনি স্বয়ং। পাশাপাশি তিনি বীরভূম জেলার ১১ টি বিধানসভা কেন্দ্রেরও প্রার্থী তালিকা ঘোষণা করেন। তাঁর ঘোষণা অনুযায়ী বীরভূম জেলার বিভিন্ন কেন্দ্রের প্রার্থী-

লাভপুর― অভিজিৎ সিনহা, নানুর― বিধান চন্দ্র মাঝি, সাঁইথিয়া― নিলাবতী সাহা, বোলপুর― চন্দ্রনাথ সিনহা, সিউড়ি― বিকাশ রায় চৌধুরী, দুবরাজপুর― অসীমা ধীবর, ময়ূরেশ্বর― অভিজিৎ রায়, রামপুরহাট― আশীষ ব্যানার্জ্জী, হাসন― অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, মুরারই― আব্দুর রহমান, নলহাটি― রাজেন্দ্র প্রসাদ সিং।

প্রার্থী তালিকা। 



মন্তব্যসমূহ