নির্বাচনের প্রচারে এবারে মাঠে নামলো তৃণমূল শিক্ষক সেল।

সৌমেন দাস; লাভপুর: আসন্ন নির্বাচনে নিজেদের দলের প্রার্থীকে জেতাতে যেন ক্রমশ মরিয়া হয়ে উঠছে ঠিবা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শাহীন কাজী সহ তার দলীয় কর্মীরা। প্রতিটা দিনই তারা নিয়ম মাফিক নিত্য নতুন পদ্ধতিতে দলীয় প্রচার করে চলেছেন ঠিবা অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে। গতকাল তাদেরকে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের কর্মীদের নিয়ে মিছিল করতে, উদ্দেশ্য একটাই আসন্ন নির্বাচনে তাদের দলের প্রার্থী অভিজিৎ সিনহাকে বিপুল ভোটে জয়ী করা। গতকালের কর্মসূচি সম্পর্কে শাহীন কাজী জানান, তাঁরা রোজইবেই রকম কর্মসূচি করছেন এবং যতটা মানুষের কাছে পৌঁছানো যায় সেই প্রচেষ্টা করছেন এবং মানুষের কথা শুনে, তাদের চাহিদা মেটানোর প্রচেষ্টা করা হচ্ছে। 
                 চলছে প্রচার।(নিজস্ব চিত্র)

মন্তব্যসমূহ