হরিনাম সংকীর্তন সহযোগে ভোটের প্রচার তৃণমূলের।
সৌমেন দাস; লাভপুর: দলের প্রচারেও এবার সংস্কৃতির ছোঁয়া। হরিনাম সংকীর্তনের তালে পা মিলিয়ে ভোট প্রচার সারলেন লাভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিনহা। আজ সকালে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে লাভপুর বিধানসভা কেন্দ্রের কাঁদরকুলা গ্রাম থেকে মিরাটি পর্যন্ত একটি পদযাত্রা করেন তিনি সেখানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন তাদের অভাব অভিযোগের কথাও শোনেন। আজকের এই পদযাত্রায় তাঁর যাত্রা সঙ্গী হিসেবে ছিলেন বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের নবনির্বাচিত সহ সভাপতি যোগগুরু সুশীল আচার্য্য, ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহীন কাজী সহ একাধিক নেতৃত্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন