বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর লাভপুরে। অভিযোগের তীর, তৃণমূলের দিকে।
সৌমেন দাস; লাভপুর: বিজেপি প্রার্থীর নামের দেওয়াল লিখনে চুন লেপে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। গতকাল মাঝ রাতে ঘটনাটি ঘটে লাভপুর বিধানসভা কেন্দ্রের ভ্রমরকোল পঞ্চায়েতের হেড়ুয়া গ্রামের ৫৭ নম্বর বুথে। এই ঘটনার সম্পর্কে বিজেপির তরফে বলা হয় সামনের নির্বাচনের প্রচারের স্বার্থে তাদের দলের প্রার্থী বিশ্বজিৎ মণ্ডলের নামে ওই গ্রামের বিভিন্ন দেওয়ালে দেওয়াল লিখন করেছিল দলীয় কর্মীরা কিন্তু রাতের অন্ধকারে তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা সেই দেওয়াল গুলিতে চুন, মাটি লেপে দিয়ে সমস্ত দেওয়াল লিখন মুছে দেয়।
এই বিষয়ে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল অবশ্য জানান, ঘটনাটার বিষয়ে আবছা শুনেছি। তবে যেটুকু শুনেছি তাতে মনে হচ্ছে তৃণমূলের লোকে ভয় পেয়ে এসব করেছে।
যদিও তৃণমূলের তরফে এই ঘটনাকে বিজেপির সাজানো বলে কটাক্ষ করে এবং সমস্ত অভিযোগ অস্বীকার করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন