"ভোটের ময়দানে সব ক'টাকে গরুর পালের মতো ছোটাবো।" নাম না করে বিজেপির প্রতি হুঙ্কার অনুব্রত মণ্ডলের।

সৌমেন দাস; লাভপুর: " ভোটের ময়দানে সব ক'টাকে গরুর পালের মতো ছোটাবো আর হারাবো।"
আজ জামনা অঞ্চলের  জনসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে বিজেপিকে এমনি হুঙ্কার দিলেন বীরভূম জেলা  তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। একুশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে , এবং তার জন্য পশ্চিমবঙ্গের ২৯৪ টি আসনে নিজেদের প্রার্থীও ইতিমধ্যেই ঘোষণা করে নিজেদের মতো করে প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে রাজ্য তৃণমূল শিবির। তবে আজ থেকে জনসভা করে নির্বাচনি প্রচারের কাজ শুরু করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। সেদিন দুপুরে তিনি সভা করেন লাভপুর বিধানসভার অন্তর্গত জামনা অঞ্চলের বগতোড় গ্রামের মাঠে। এদিনের সভা থেকে তিনি প্রশ্ন তোলেন, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে যেমন ত্রিপুরা, বিহার, ঝাড়খন্ড, প্রভৃতি রাজ্যে উন্নয়ন কই? বিহারের মানুষ, ঝাড়খণ্ডের মানুষ চিকিৎসার জন্য আসেন সিউড়ি, রামপুরহাট। বিজেপির রাজ্যে চিকিৎসা ব্যবস্থা কোথায়? 
লাভপুরের সভায় বক্তব্য রাখছেন অনুব্রত মণ্ডল।(নিজস্ব চিত্র)

তিনি কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির প্রার্থী তালিকা নিয়েও। এদিনের সভা থেকে তিনি প্রার্থী তালিকা নিয়ে বলেন বিজেপি তাদের এম পি গুলোকেই আবার এম এল এ বানিয়ে দিলো। গোয়াল ফাঁকা, ওই ক'টা লোক ছাড়া প্রার্থী করার মতো কেউ নেই। কটাক্ষের তীরে বিঁধতে ছাড়লেন না মনিরুল ইসলাম কেউ। মনিরুল ইসলাম প্রসঙ্গে তিনি নাম না করেই বলেন ওই মানুষটা বীরভূমের উন্নয়নকে থমকে দিয়েছিল।  
তবে অনুব্রত মণ্ডলের গরুর পাল বলে বিজেপিকে কটাক্ষ করার বিপরীতে বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল বলেন গরুকে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না।
  এদিনের সভা মঞ্চ থেকেই কার্যত নিজের ভোট প্রচার করে ফেললেন তৃণমূলের প্রার্থী অভিজিৎ সিনহা। 
তিনি বলেন, দীর্ঘ দু'বছরেরও বেশি সময় ধরে তিনি লাভপুর অঞ্চলে আছেন, কাজ করছেন তবে তার কাছে কোনো এম এল এ প্যাড, স্ট্যাম্প, শীল ছিল না। থাকার মধ্যে ছিল কেবল অনুব্রত মন্ডলের আশীর্বাদ, ভালোবাসা আর সাহচর্য এবং সেই আশীর্বাদের ফল স্বরূপ তিনি এতদিন মানুষের বিভিন্ন চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন। তবে এবার তিনি মানুষের কাছে হাতজোড় করে বলেন "এবার আপনার আমাকে ভোট দিয়ে সেই প্যাড, স্ট্যাম্প, শীল টা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন যাতে উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যেতে পারি।"

মন্তব্যসমূহ