হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি লাভপুরের ফুল্লরা মেলায়, ভেঙে গেল একাধিক স্টল সহ দোকান

সৌমেন দাস; লাভপুর: প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হলো লাভপুরের ঐতিহ্যবাহি ফুল্লরা মেলা, ভেঙে গেল একাধিক দোকান। 

                ধ্বংসস্তূপ। (নিজস্ব চিত্র)

মাঘি পূর্ণিমা উপলক্ষে গত ২৭শে ফেব্রুয়ারি লাভপুরের ফুল্লরাতলা ময়দান প্রাঙ্গনে সূচনা হয়েছিল এই মেলার, এবং দীর্ঘ দশ দিন ধরে চলার পরে আর রাত্রে আতস বাজি ফাটানোর মধ্যে দিয়ে মেলার সমাপ্তি ঘোষণার কথা জানানো হয়েছিল মেলা কমিটির তরফ থেকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল তার প্রস্তুতি, মেলায় ধীরে ধীরে বাড়ছিল মানুষের সমাগম, চলছিল বিক্রিবাটা। তবে তার মাঝেই বাধ সাধলো হঠাৎ আসা ঝড় বৃষ্টি। 
প্রত্যক্ষদর্শিরা জানাচ্ছেন সন্ধ্যা ৬.৩০ মিনিট সময়ের দিকে হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয় এবং তার সঙ্গে নামে মুশলধারে বৃষ্টি। তখনই ভেঙে পরে মেলা কমিটির অফিস, পুলিশ ক্যাম্প সহ সমস্ত সরকারি স্টল। পাশাপাশি ক্ষয়ক্ষতি হয় একাধিক দোকানেও তবে কোনো হতাহত হয়নি।

মন্তব্যসমূহ