বিদ্যালয়ে গিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে দলীয় প্রচার, নিন্দা সর্বস্তরে
সৌমেন দাস; নানুরঃ ‘ছাত্র রাজনীতি!’ শব্দটার সঙ্গে পরিচিত গোটা দেশ।এই পন্থায় ভারতবর্ষের বুকে উঠে এসেছে তাবড় তাবড় নেতা মন্ত্রী এবং যে রাজনীতির সুচনা হয় মূলত কলেজ বা ইউনিভার্সিটি থেকে। বিদ্যালয় আঙিনায় রাজনীতি করার নজির ভারতীয় রাজনীতিতে বিরল। তবে আজ বীরভূমে দেখা গেল সেই ছবিও। আজ দুপুরে বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে স্কুল চলার সময়ে সেখানে গিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে দলীয় প্রচার করতে দেখা গেল স্থানীয় তৃণমূল নেতাদের।
সুত্রের খবর, আজ দুপুরে দলীয় ব্যাজ পরে হাতে তৃণমূলের নতুন স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চাই’ লেখা লিফলেট নিয়ে প্রবেশ করেন স্কুল চত্বরে তার পর সেখানে দীর্ঘক্ষণ ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বার্তা বলে তাদের হাতে দলের প্রচার পত্র দিয়ে আসেন এবং সেই ছবি শেয়ার করেন বিভিন্ন সামাজিক মাধ্যমে। আর তার পর থেকেই এই ঘটনার প্রতিবাদে নিন্দায় সরব হন একাধিক রাজনৈতিক দল থেকে শুরু করে বিশিষ্ট জন। বাম ছাত্র সংগঠন এস এফ আই এর বীরভূম জেলা কমিটির যুগ্ম সম্পাদক মইনুল হোসেন জানান, “শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারের আমরা বিরধিতা করছি; নির্বাচনী বিধি আরোপ হওয়ার সত্বেও একাজ অবৈধ”। প্রসঙ্গত উল্লেখ্য শিক্ষা এবং আচারের দিক থেকে জেলা জুড়ে সুখ্যাতি রয়েছে কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের। এই বিদ্যালয়ের প্রাঙ্গনেই শিক্ষা গ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। সেই সুত্রে এই বিদ্যালয়ের পরিচিতি রয়েছে দেশ জুড়ে। তবে আজকের এই ঘটনা যেন কোথাও গিয়ে স্কুলের গর্বকে একটু হলেও কলঙ্কিত করলো বলে মনে করছেন অনেকেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন