কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ নানুরে।
দেবাশিস্ পাল; নানুরঃ নানুর ব্লক অফিসের সামনে কৃষি বিরোধী বিজেপির কালা বিল কৃষি আইন প্রত্যাহারের দাবিতে "অন্নদাতা"
কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন কৃষকদের সমর্থনে নানুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে নানুর ব্লক কংগ্রেস কমিটির অনশন কর্মসূচি। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। কংগ্রেস সমর্থক দের। এই অনশনে যোগদান করেন কংগ্রেস সমর্থকরা, কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন নানুর ব্লক সভাপতি ও রাজ্য কৃষাণ কংগ্রেস সাধারণ সম্পাদক সৌয়দ সিরাজ আলি, জেলা সদস্য ও ব্লক আই এন টি ইউ সি সভাপতি অভয় মজুমদার, নানুর ব্লক কার্যকারী সভাপতি শেখ হাসানুর জামান, নানুর ব্লক যুবনেতা বচন শর্মা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন