'এটিএমের সংখ্যা বাড়ানো হোক' দাবি নিয়ে সিউড়ি স্টেট ব্যাংকের প্রধান শাখায় স্মারকলিপি জমা স্বেচ্ছাসেবী সংস্থার
সৌমেন দাস; সিউড়িঃ টাকা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্যতম। ফলে পথে ঘাটে যেকোনো সময় টাকা পেতে আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে এটিএম মেশিন। যে মেশিনের দ্বারা আমরা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি আমাদের প্রয়োজন মতো টাকা তুলে নিতে পারি ব্যাংকের ঝুট ঝামেলা এড়িয়ে।
কিন্তু বর্তমানে সেই এটিএম গ্রাহকের সংখ্যা যে ভাবে বেড়ে চলেছে সেই হারে মেশিন এখনো পর্যন্ত সব জায়গায় দিতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ফলে যে সমস্ত জায়গায় মেশিন আছে সেই সমস্ত জায়গায় স্বাভাবিক ভাবেই ভীড় জমাচ্ছেন গ্রাহকেরা। আর এই ভীড় কমাতে যাতে আরও একটি এটিএম মেশিন বসানো হয় সেই মর্মে একটি স্মারকলিপি জমা করলো সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিবার ওয়েলফায়ার সোসাইটি। সংস্থার পক্ষ থেকে সংস্থার সম্পাদক অরিন্দম দে জানান, তাঁরা মূলত সিউড়ি শহরের এসপি মোড় সংলগ্ন যে এলাকা সেই এলাকায় যেন আরও একটি বা দুটি এটিএম মেশিন বসানোর ব্যবস্থা করেন সংশ্লিষ্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ সেই দাবি নিয়েই তারা ওই স্মারকলিপিটি জমা করেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিউড়ি শাখার ম্যানেজারের কাছে।
জমা দেওয়া স্মারকলিপির কপি।
প্রসঙ্গত উল্লেখ্য, সিউড়ি শহরের এই এসপি মোড় সংলগ্ন যে এলাকা সেই এলাকাকে কেন্দ্র করেই রয়েছে সিউড়ি সদর হাসপাতাল, সিউড়ি ফায়ার ব্রিগেড অফিস, বীরভূম জেলার পুলিস সুপারের বাংলো সহ একাধিক গুরুত্বপূর্ণ অফিস। এছাড়াও সিউড়ি শহরের ব্যবসা বাণিজ্যের একটা বড়ো অংশই মূলত পরিচালিত হয় ওই এসপি মোড় থেকে। ফলে স্বাভাবিক ভাবেই ওই এলাকায় প্রতিদিন মানুষের জন সমাগমও হয় অত্যধিক। তাই ওই এলাকায় এটিএম মেশিনের সংখ্যা যেন আরও বাড়ে সেই দাবি রয়েছে সাধারণ মানুষেরও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন