পেট্রোল,ডিজেল,গ্যাস সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

ব্যুরো রিপোর্ট; নানুর ও লাভপুরঃ পেট্রোল,ডিজেল,গ্যাস সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও কেন্দ্রীয় কৃষি আইন যে আসন্ন বিধানসভা নির্বাচনে অন্যতম সংবেদনশীল ইস্যু হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না,আর এবার এসবেরই বিরোধিতা করে বিক্ষোভ মিছিলে সামিল হলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা কেরিম খানের ডাকে এই বিক্ষোভ মিছিলে কার্যত জনজোয়ার লক্ষ্য করা গেল নানুর ব্লকের নতুনগ্রামে,তবে বিক্ষোভ মিছিলের পাশাপাশি কর্মী সমর্থকদের উপস্থিতিতে রীতিমতো মঞ্চে গ্যাসের সিলিন্ডার পাশে রেখে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কেন্দ্র সরকার তথা ভারতীয় জনতা পার্টির  তীব্র সমালোচনা করতেও দেখা গেল। এদিকে এক‌ই ইস্যু নিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা গেল লাভপুরেও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান সহ একাধিক নেতৃত্ব।
    
          চলছে প্রতিবাদ মিছিল। (নিজস্ব চিত্র)

মন্তব্যসমূহ