শহীদদের শ্রদ্ধাঞ্জলি এবিভিপির

 দেবাশিস পাল,কীর্ণাহার: ২০১৯ এর ১৪ ই ফেব্রুয়ারী জম্মু ও কাশ্মীরের পুল‌ওয়ামা জেলার জম্মু শ্রীনগর জাতীয় সড়কে আত্মঘাতী হামলায় নিহত হন ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)  জ‌ওয়ান,আর তাই প্রত্যেক বছর এই দিনটিতে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয় দেশজুড়ে।আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(এ বি ভি পি) এর লাভপুর ও নানুর নগর শাখার যৌথ উদ্যোগেও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো কীর্ণাহার লক্ষ্মীতলা প্রাঙ্গণে।
                 শ্রদ্ধাঞ্জলি। (নিজস্ব চিত্র)

মন্তব্যসমূহ