ফের বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার লাভপুরে

 সৌমেন দাস; লাভপুরঃ আজ আবারও বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার করলো লাভপুর থানার পুলিস। আজ দুপুরে লাভপুর থানার শেখমপুর গ্রাম থেকে প্রায় ২০ লিটার চোলাই মদ ও ৩৫০ মিলি লিটার মদ তৈরির সামগ্রি উদ্ধার সহ বিক্রেতা বাসুদেব দাস নামে এক ব্যাক্তিকেও গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে আজ দুপুরে শেখমপুর গ্রাম ও তার আশ পাশের এলাকায় পেট্রোলিং ডিউটি করছিলেন লাভপুর থানার এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর সুকান্ত সামন্ত, সেই সময় গোপন সুত্রে খবর পেয়ে তিনি অভিযান চালান বাসুদেব দাসের বাড়িতে, আর সেখানেই তিনি সাদা জার বন্দি ২০ লিটার চোলাই মদ সহ ৩৫০ মিলি লিটার মদ তৈরির বাজেয়াপ্ত করেন। স্থানিয় সুত্রে জানানো হচ্ছে দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় গোপনে চোলাই মদের কারবার চালাচ্ছিলেন বাসুদেব দাস। 

লাভপুর থানা। (ফাইল চিত্র) 

মন্তব্যসমূহ