তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে নকআউট ভলিবল টুর্নামেন্ট লাভপুরে।

 সৌমেন দাস, লাভপুর: আধুনিক সমাজ জীবনে প্রায় হারিয়ে যেতে বসেছে মাঠে সবুজ ঘাসে খেলাধুলা। তরুণ প্রজন্ম ক্রমশ ঝুঁকে পড়েছে ঘরবন্দি জীবনে যাপনে এবং মোবাইল গেমে। সেই রকম একটি সময়ে রাঙামাটি সেবা সমিতির সহযোগিতায় লাভপুর যাদবলাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  একদিনের  একটি নকআউট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করলো লাভপুর ভলিবল টিম। 

উদ্যোক্তা কমিটির কর্মকর্তা সায়ন্তন ব্যানার্জী জানান,  আধুনিক যন্ত্র সভ্যতার যুগে খেলাধূলা মূলত হারিয়ে যেতে বসেছে, আর তার মধ্যেও যেটুকু বেঁচে আছে তা ক্রিকেট এবং ফুটবল, ভলিবল এখন আর সেই ভাবে খেলা হয়না বললেই চলে, তাই ভলিবল যাতে সম্পূর্ন রূপে হারিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রেখেই বিগত দশ বছর ধরে তারা এই খেলার আয়োজন করছেন। 

 এদিনের এই টুর্নামেন্টে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে এবং সেখান থেকে পারুলিয়া তরুণ সঙ্ঘ ও সিউড়ি সিভিক পুলিস ভলিবল টিম ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। ৩০-২৮, ২৫-২২ এর ব্যবধানে ২-১ সেটে সিউড়ি সিভিক পুলিস ভলিবল টিম কে হারিয়ে  বিজয়ী হয় পারুলিয়া তরুন সঙ্ঘ। খেলার শেষে ম্যান অফ দা ম্যাচ হিসেবে পুরস্কৃত করা হয় সিউড়ি সিভিক পুলিস ভলিবল টিমের খেলোয়াড় নয়ন ঘোষকে। এছাড়াও পারুলিয়া তরুণ সংঘের দেবদ্বীপ কোলে কে ম্যান অফ দা সিরিজ, সাউগ্রাম ভলিবল টিমের ভবতোষ রুদ্র কে বেস্ট স্ম্যাশার, এবং পারুলিয়া তরুণ সংঘের শুভম চক্রবর্তী ও  শুভময় দাসকে যথাক্রমে বেস্ট লিফ্টার ও বেস্ট ডিফেন্ডার হিসেবে পুরস্কৃত করা হয়।

  
চলছে ভলিবল খেলা।(নিজস্ব চিত্র)

মন্তব্যসমূহ