বীরভূমে বেপরোয়া গতির ফলে পথের বলি এক।

ব্যুরো রিপোর্ট; পাড়ুই: আবারও বীরভূমের পাড়ুই এলাকায় পথের বলি এক। মর্মান্তিক এই ঘটনার পরে এলাকায় নেমেছে শোকের ছায়া।

মৃত সৌম্য মণ্ডল। (সংগৃহীত চিত্র

স্থানীয় সূত্র অনুযায়ী, বীরভূম জেলার পাড়ুই থানার যাদবপুর এলাকার বাসিন্দা বছর ২৬ এর সৌম্য মন্ডল কর্মসূত্রে যুক্ত ছিল বোলপুর শান্তিনিকেতন এলাকার এক বেসরকারি ব্যাংকের কর্মী হিসেবে। সেই সুবাদে সে বুধবার সন্ধ্যে বেলা বোলপুর পাড়ুই রাজ্য সড়ক ধরে তার বাইকে চেপে অফিস থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই পাড়ুই এর ডাঙ্গাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত রাস্তায় পরে যায় সৌম্য। সেই সময় বোলপুর থেকে পাড়ুই গামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা পাড়ুই থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য তুলে নিয়ে যান বোলপুর মহকুমা হাসপাতালে। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে লরিটিকে এখনো পর্যন্ত ধরা না গেলেও লরিটির জন্য খোঁজ চালাচ্ছে পুলিশ।

মন্তব্যসমূহ