রাজনৈতিক সংঘর্ষ ইলামবাজারে। বিজেপি কর্মীদেরকে মারলো দুষ্কৃতীরা।
সৌমেন দাস, ইলামবাজার: আবারও রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত বীরভূম জেলার ইলামবাজার থানা এলাকার শীর্ষা গ্রাম পঞ্চায়েত। এবার উত্তপ্ত হলো শীর্ষা গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম। স্থানীয় সূত্রে জানানো হচ্ছে গতকাল অর্থাৎ শনিবার রাত্রে ওই এলাকার বিজেপি নেতা অমিত হাজরা ও বোলপুর বিধানসভার বিজেপি বিস্তারক অসীম প্রতিহারের ওপর লোহার রড ও লাঠি নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী এবং বেধরক ভাবে মারধর করতে শুরু করে। ফলে তারা গুরুতর জখম হন এবং স্থানীয়রা প্রথমে তাদেরকে ইলামবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য, কিন্তু রাত্রে অবস্থার আরো অবনতি হলে সেখানকার স্থানীয় ডাক্তাররা তাদেরকে সিয়ান মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেন।
বিজেপি তরফে দাবি করা হয়েছে হামলাকারী দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক জল্পনা যাই থাকুক না কেন বারবার এই ধরনের ঘটনা যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করছে তা বলাই বাহুল্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন