বিধ্বংসী আগুন বিশ্বভারতীতে, ভস্মীভূত একাংশ।
সৌমেন দাস; বোলপুর: বিধ্বংসী আগুন বিশ্বভারতীর তিতলি গার্ডেনে, ভস্মীভূত বাগানের একাংশ। স্থানীয় সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আজ দুপুর বেলা হঠাৎ করেই রবীন্দ্রভবনের দিক থেকে ধোঁয়া লক্ষ্য করেন তাঁরা, এবং তৎক্ষণাৎ সেখানে গেলে দেখেন রবীন্দ্রভবনের পিছনে যে বাগান সেই বাগানে কোনো ভাবে আগুন লেগেছে। পরে বিশ্বভারতী কর্তৃপক্ষ দমকলে খবর দিলে সঙ্গে সঙ্গে সেখানে দমকল এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনে। প্রসঙ্গত উল্লেখ্য বিশ্বভারতী তরফে জানানো হয় এই বাগানের মধ্যেই কলা ভবনের শিল্পীরা যে সমস্ত ভাস্কর্য তৈরি করেছেন সেই সমস্ত ভাস্কর্য ওই বাগানের মধ্যেই রাখা থাকে। ফলত এই আগুন লাগার ঘটনার পরে তাদের মনে একটা দুশ্চিন্তা দানা বেঁধেছিল সেই সমস্ত ভাস্কর্যগুলি নিয়ে, কিন্তু আগুন নেভানোর পরে যে খবর তাতে জানানো হয় সমস্ত ভাস্কর্যই অক্ষত রয়েছে।
চলছে আগুন নেভানোর কাজ। (নিজস্ব চিত্র)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন