বীরভূমেও কি এবার দল বদলের হওয়া? শতাব্দী রায়ের পোষ্ট ঘিরে জোর জল্পনা।

সৌমেন দাস; সিউড়িঃ একুশের বিধানসভা নির্বাচন এখনো বেশ কিছুটা দেরি। তবে এখন থেকেই ক্রমশ তার উত্তাপ পরতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। বিগত দিনে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর হাত ধরে  দল বদলের হওয়া লেগেছে রাজ্য রাজনীতির পালে এবং পরে  সেই  স্রোতে গা ভাসিয়েছেন একাধিক তাবর তাবর রাজনীতিবিদ। তবে বীরভূম জেলা সেই হওয়া থেকে কোথাও যেন একটু আড়াল থাকলেও আজ যেন সেই হওয়া ঢুকলো বীরভূম জেলার রাজনীতিতেও। 

তৃণমূল নেত্রী শতাব্দী রায় (সংগৃহীত চিত্র)

গত বৃহস্পতিবার বীরভূমের দু'বারের সাংসদ তথা তৃনমূল নেতৃ শতাব্দী রায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা পোষ্টের মাধ্যমে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন জেলার একাধিক নেতৃত্বের বিরুদ্ধে। তিনি লিখেছিলেন ," জেলার সব কর্মসূচি সম্পর্কে আমাকে এখন আর জানানোই হয় না। মানুষ আমাকে দু বার ভোটে জিতিয়ে লোক সভায় পাঠিয়েছেন কিন্তু সেই মানুষের পাশেই আর থাকতে পারি না শুধু মাত্র কর্মসূচির খবর জানতে না পারার কারণে।" তবে সব শেষে তিনি উল্লেখ করেন, "পরবর্তী সিদ্ধান্ত আগামী ১৬ই জানুয়ারি দুপুর বেলা জানাবো।"

এর পরেই সুত্র মারফত খবর পাওয়া যায় আজ শুক্রবার সকালে তিনি পদত্যাগ করেছেন তারাপীঠ উন্নয়ন পরিষদ থেকে। সূত্রের খবর অনুযায়ী আরও জানা যাই সম্ভবত তিনি আজ দুপুরেই উড়ে যাচ্ছেন দিল্লির উদ্দেশ্যে এবং  কাল অথবা পরশু হয়তো তিনি বৈঠক করবেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ এর সঙ্গে। আর এখানেই শুরু হচ্ছে জল্পনা তবে কি এবার বীরভূম জেলার রাজনীতির পালেও লাগতে চলেছে  দল বদলের হাওয়া!!


শতাব্দী রায়ের সেই বিতর্কিত পোস্ট 

মন্তব্যসমূহ